advertisement
আপনি দেখছেন

ফেনীর দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামে শনিবার ভোরে গণপিটুনিতে সন্দেহভাজন তিন ডাকাত নিহত হয়েছে। দাগনভূঞা থানার ওসি সালেহ আহমেদ পাঠান গণপিটুনিতে তিন সন্দেহভাজন ডাকাত নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

massacre gono pituni new

নিহতরা হলেন- ভোলার চর ফ্যাশনের মনোয়োর হোসেনের ছেলে মনির হোসেন (২৮) ও জসীম ‍উদ্দিনের ছেলে সোহাগ (৩০)। অন্যজনের পরিচয় জানা যায়নি। তাদের একজন ঘটনাস্থলে ও দুজন হাসপাতালে নেয়ার পর মারা যান।

এলাকাবাসী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে উত্তর আলীপুর গ্রামে বেশ কয়েকজনের সন্দেহজনক উপস্থিতি লক্ষ্য করে স্থানীয়রা। তাদের ডাকাত ভেবে এলাকাবাসী ধরে গণপিটুনি দেয়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়া হলে আরও দুজন মারা যায়।

তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবু তাহের। মরদেহ তিনটি হাসপাতালে রাখা হয়েছে বলে জানান তিনি। ইউএনবি।