advertisement
আপনি দেখছেন

চলতি মৌসুমে বাংলাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এখনো মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এ জ্বরে গতকাল রাতে গোপালগঞ্জ সদরের শুকতাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মামুন আলমের (৪২) মৃত্যু হয়। প্রায় এক সপ্তাহ ধরে ডেঙ্গুজ্বরে ভুগছিলেন তিনি।

al mamun alomআল মামুন আলম

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহসিনউদ্দিন সিকদার জানান, গতকাল সন্ধ্যা আল মামুনের অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তার মৃত্যু হয়।

আল মামুন সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের মৃত দাউদ মোল্লার ছেলে। আজ সোমবার বাদ জোহর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।