advertisement
আপনি দেখছেন

সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামকে দলটির ঢাকা জেলার সভাপতি নির্বাচিত করা হয়েছে। শনিবার জাতীয় পার্টির ঢাকা জেলা শাখার সম্মেলনে সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

salma islam jatiyopartyজাতীয় পার্টির ঢাকা জেলা সভাপতি সালমা ইসলাম (কালো শাড়ি পরিহিত, মাঝে)

এর আগে সকালে পতাকা উত্তোলন ও সাদা পায়রা অবমুক্ত করার মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। রাজধানীর যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারের ‘মহল’ হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি। বিশেষ অতিথি ছিলেন দলটির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

জাতীয় পার্টির ঢাকা জেলার সদস্য সচিব ও সাবেক এমপি খান মোহাম্মদ ইসরাফিল খোকনের পরিচালনায় সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সালমা ইসলাম।