advertisement
আপনি দেখছেন
সর্বশেষ আপডেট: 15 মিনিট আগে

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ক্ষমতা হয়ে গেছে লুটপাটের উৎস। শনিবার ঝিনাইদহ প্রেসক্লাবে ‘দুর্নীতি দুঃশাসন হটাও-বাম বিকল্প গড়’ স্লোগানকে সামনে রেখে সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

selim cpb presidentবক্তব্য রাখছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম (মাঝে)

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, রাজনীতি হলো অর্থনীতির ঘনিভূত প্রকাশ। কিন্তু বর্তমানে রাজনীতি হয়ে গেছে দুর্নীতি, চাঁদাবাজির উৎস।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, নামমাত্র শুদ্ধি অভিযান করে রুই-কাতলা ধরে প্রচার করা হচ্ছে। দু’একটা রুই কাতলা ধরে প্রচার না করে হাঙ্গর-কুমির ধরা হোক।

সিপিবি জেলা শাখার সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বামগণতান্ত্রিক ঐক্যের সমন্বয়ক আব্দুল্লাহ আল কাফি রতন, সিপিবির প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, এস এ রশিদ, খেতমজুর সমিতির সভাপতি নিমাই গাঙ্গুলী, ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদি হাসান, বাসদ নেতা আসাদুল ইসলাম প্রমুখ। ইউএনবি।

sheikh mujib 2020