advertisement
আপনি দেখছেন

সারাদেশে চলমান বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম। তিনি বলেন, ‘শ্রম অধিদপ্তরে নৌযান শ্রমিক প্রতিনিধি দলের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর নৌ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।’

sadarghat strikeসদরঘাট লঞ্চঘাট

আকতারুল ইসলাম আরো বলেন, ‘নৌযান শ্রমিকদের মূল দাবি ছিল খাদ্যভাতা। আগামী মার্চের মধ্যে তাদের এ দাবি পূরণের আশ্বাস দিয়েছেন মালিকরা। অন্য দাবিগুলোর বিষয়ে আগেই (বুধবার) সিদ্ধান্ত হয়েছে।’

শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে গতকাল রাতের সভায় নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম ও নৌযান মালিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চাঁদাবাজি বন্ধ, বর্ধিত বেতন ও খাদ্যভাতা দেয়াসহ ১১ দফা দাবিতে গত শুক্রবার মধ্যরাত থেকে সারাদেশে লাগাতার কর্মবিরতির ডাক দেয় নৌযান শ্রমিকরা। এরপর গত বুধবার সচিবালয়ে নৌযান শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক বসেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।