advertisement
আপনি দেখছেন

রাজধানী ঢাকার ১০ শতাংশ ধনীর আয় পুরো শহরের অর্ধেক মানুষের মোট আয়ের সমান। ধনী-গরিবের আয়ের এ বৈষম্য প্রভাব ফেলছে নগরবাসীর শরীর ও মনে। গতকাল সোমবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক গবেষণা সম্মেলন-২০২০-এর সমাপনী অধিবেশনে এমনটাই জানানো হয়েছে।

bids logo

বিষয়টি তুলে ধরে গবেষণা প্রতিষ্ঠানের প্রধান গবেষক জুলফিকার আলী জানান, চলতি বছরের জুন-জুলাই মাসে ঢাকার ১২ হাজার ৪৬৮ জন মানুষের ওপর চালানো এক সমীক্ষায় দেখা গেছে, ঢাকার ১০ শতাংশ ধনীর আয় ঢাকাবাসীর মোট আয়ের ৪৪ শতাংশ। এছাড়া একেবারে গরিব ১০ শতাংশ মানুষের আয় ঢাকাবাসীর মোট আয়ের ১ শতাংশেরও কম। ফলে এখানকার সাড়ে ৩ শতাংশ মানুষ তিন বেলা খেতেও পাচ্ছে না।

গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, আয়ের ব্যাপক এ বৈষম্যের কারণে ঢাকার ৭১ শতাংশ বাসিন্দা বিষণ্নতায় ভুগছেন, ৬৮ শতাংশ নানা ধরনের শারীরিক সমস্যায় আক্রান্ত হচ্ছেন। এছাড়া বায়ুদুষণের কারণেও ঢাকায় অনেক মানুষের মৃত্যু হচ্ছে।

বিআইডিএস’র গবেষণায় দেখা যায়, গত ১০ বছরে বরিশাল বিভাগ থেকে সবচেয়ে বেশি মানুষ ঢাকায় এসেছে, যা প্রায় ২১ শতাংশ। তবে গত পাঁচ বছরে ঢাকায় আসা মানুষদের বেশির ভাগ এসেছে কিশোরগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ ও ভোলা থেকে।