advertisement
আপনি দেখছেন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুই দালালসহ ১৬ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার উপজেলার জলুলী ও পলিয়ানপুর বিওপির সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

intruder caught in maheshpur

ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান, জলুলী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় জলুলী বিওপির অধীনে মাটিলা মাঠ থেকে আটজনকে আটক করা হয়। এদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও একজন দালাল রয়েছে। একই সময় পলিয়ানপুর বিওপির অধীনে ভৈরবা মোড় থেকে পাঁচজন পুরুষ, দুইজন নারী ও একজন দালালকে আটক করা হয়। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে দাবি করছেন।

উল্লেখ্য, ৫৮ ব্যাটালিয়নের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশের সময় মোট ২৭০ জনকে আটক করেছে বিজিবি। ইউএনবি।