advertisement
আপনি দেখছেন

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে আটকা পড়েছে বিশালাকৃতির বিরল প্রজাতির এক মাছ। বৃহস্পতিবার রাতে বাঁশখালীর চাম্বল ইউনিয়নের বাংলাবাজার ফিশারিঘাটে আটকা পড়ে ২০০ কেজি ওজনের এ মাছটি।

fish cought sea

স্থানীয় জেলেরা জানায়, মাছটি আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে ওই ইউনিয়নের ফিশারিঘাটে মাছটি একনজর দেখতে ভিড় জমায় অসংখ্য উৎসুখ জনতা। কেউ বলছে হাঙ্গর মাছ কেউ বলছে তিমি মাছ। তবে স্থানীয়রা এ মাছটির বৈজ্ঞানিক নাম বলতে পারেনি।

বিরল প্রজাতির মাছ শিকারি জেলে রিদুয়ান মাঝি বলেন, ‘আমার জাল নিয়মিত বঙ্গোপসাগরে ফেলা হয়। প্রতিদিনকার মতো সময় হলে জেলেরা জাল টানে। জাল টেনে আনতেই দেখা মেলে বিরাট আকারের বিরল প্রজাতির মাছটি।’ মাছটি জালে আটকা পড়লেও জালে নড়াচড়া করার কারণে মৃত অবস্থায় মাছটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের জলদি অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, জেলেদের জালে বিশালাকৃতির তিমি মাছ ধরা পড়েছে বলে শুনেছি। তবে মৎস্য কর্মকর্তারা এ বিষয়ে ভালো জানবেন।

জানতে চাইলে বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাবুবর রহমান বলেন, মাছটি ‘হাঙ্গর প্রজাতির’ টাইগার হাঙ্গর নামে পরিচিত। বিশেষ করে এ প্রজাতির মাছ আমাদের এদিকে খুব কমই পাওয়া যায়। ইউএনবি।

sheikh mujib 2020