advertisement
আপনি দেখছেন

ইন্টারনেট ও সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে থাকা অভিনেত্রী মিথিলা ও ফাহমির ‘অন্তরঙ্গ’ ছবিগুলো দ্রুত সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

mithila fahmi highcourt 1ফেসবুক থেকে মিথিলা-ফাহমির ছবি সরানোর নির্দেশ

একই সঙ্গে রাজধানীর বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুম্পার ব্যক্তিগত ছবিও সরিয়ে ফেলতে নির্দেশনা দেয়া হয়েছে।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু। রিটে তথ্যপ্রযুক্তি সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার ফেসবুক, ইন্টারনেট ও অনলাইন নিউজ পোর্টাল থেকে অভিনেত্রী মিথিলা ও ফাহমির সব ‘অন্তরঙ্গ’ ছবি না সরানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়।

প্রসঙ্গত, নভেম্বরের শুরুতে পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার ‘অন্তরঙ্গ’ মুহূর্তের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর থেকে দুজনকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়।

sheikh mujib 2020