advertisement
আপনি দেখছেন

অগ্নিবলয়ের মতো বিরল সূর্যগ্রহণের দেখা মিলবে ১৭২ বছর পর। আগামী ২৬ ডিসেম্বর এমন সূর্যগ্রহণ দেখা যাবে। মহাকাশ বিজ্ঞানীরা জানান, এমন সূর্যগ্রহণের সময় চারপাশে আগুনের বলয় তৈরি হয়, যাকে ‘রিং অব ফায়ার’ বলা হয়।

solar eclipse flamesঅগ্নিবলয় সূর্যগ্রহণ

বিজ্ঞানীরা আরোও জানান, মহাজাগতিক এই দৃশ্য পৃথিবীবাসী আড়াই থেকে তিন ঘণ্টাব্যাপী দেখতে পাবেন। এ সময় সূর্যের ৯০ শতাংশের বেশি ঢেকে ফেলবে চাঁদ। আর পুরো এই প্রক্রিয়াটা খালি চোখেই দেখতে পাবেন সবাই।

সংশ্লষ্টরা বলছেন, শতাব্দীর এই বিরল অগ্নিবলয় সূর্যগ্রহণ দেখা যাবে বাংলাদেশ থেকেও। হিসেব অনুযায়ী, ঢাকায় এ সূর্যগ্রহণ ২৬ ডিসেম্বর সকাল ৯টা ১মিনিট ১৬ সেকেন্ডে শুরু হবে। সর্বোচ্চ সূর্যগ্রহণ হবে ১০টা ২৮ মিনিট ৯ সেকেন্ডে।

সূর্যের বেশিরভাগ অংশ চাঁদের আড়ালে ঢাকা পড়লেই সূর্যটাকে অগ্নিবলয়ের মতো দেখাবে। এ সূর্যগ্রহণ ওই দিন সর্বোচ্চ দুপুর ১২টা ৮মিনিট ২৫ সেকেন্ড পর্যন্ত চলবে।

সূর্যগ্রহণের অগ্নিবলয়ের এ দৃশ্য সবচেয়ে ভালো দেখা যাবে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত থেকে। তবে বাংলাদেশ থেকেও মোটামুটি স্পষ্টই দেখা যাবে দৃশ্যটি।