রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার ভোরে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে রূপনগরের একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।
দগ্ধরা হলেন সুরুজ আলম, তার স্ত্রী মাহফুজা আক্তার সুবর্ণা, নয় বছরের শিশু সানজিদা রিমা এবং সুবর্ণার বোন নিলুফার।
এ ঘটনায় রূপনগর থানার ওসি জানান, ঘটনার বিস্তারিত জানার জন্য আক্রান্ত বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং অপরাধীদের ধরার চেষ্টা করা হচ্ছে।
সংবাদ মাধ্যমকে সুবর্ণা জানান, ভোরে মুখোশ পড়া দুই যুবক এসে অ্যাসিড নিক্ষেপ করে পালায়। এ সময় তার স্বামী সুরুজকে তাদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনিও দগ্ধ হয়েছেন। তারপরও এ ঘটনায় সুরুজ জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন সুবর্ণা।