ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে কুকুরের মুখ থেকে নবজাতের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের নার্সিং ক্যান্টিনের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, সকালের দিকে কয়েকটি কুকুর মুখে করে একটি নবজাতের লাশ নার্সিং ক্যান্টিনের সামনে নিয়ে আসে এবং কামড়ে খেতে থাকে। এ সময় আশেপাশের লোকজন ঘটনাটি দেখে ভয়ে চিৎকার শুরু করলে হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা দ্রুত কুকুরগুলোকে তাড়িয়ে দিয়ে। পরে তারা লাশটি প্লাস্টিকের ব্যাগ দিয়ে ঢেকে দেয় এবং শাহবাগ থানায় খবর পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ আসার আগে কুকুরগুলো নবজাতকটির মৃতদেহ কামড়ে নিচের শরীরের নিচের অংশ খেয়ে ফেলেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মহসীন জানান, নবজাতকটির লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তবে কুকুরগুলো কোথায় থেকে মৃতদেহটি ক্যান্টিনের সামনে এনেছে বা নবজাতকটি কার তা জানা যায়নি।