জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমুদ্দিন সামাদ ধর্ম নিয়ে আপত্তিকর লেখালেখি করত কি না তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘কেন এটা হয়েছে, কী হয়েছে, এখনই তা বলতে পারবো না। আগে জেনে নেই। তবে সে ব্লগে আপত্তিজনক লেখা লিখেছে কিনা তা দেখার প্রয়োজন আছে।’
এমন মন্তব্যের পর ‘আপত্তিকর লেখা লিখলেই কি হত্যা গ্রহণযোগ্য হতে পারে?’ –এই প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সে কথা বলতে চাইনি। আগের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে তাদের ব্লগ যদি দেখেন, এভাবে মানুষের ধর্মে আঘাত দেওয়া, বিশ্বাসে আঘাত দেওয়া, পৃথিবীর কোনো দেশেই তা গ্রহণযোগ্য নয়।’
এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঠিক লেখালেখির কারণেই নাজিমুদ্দিন সামাদকে হত্যা করা হয়েছে কিনা- সরকার এখনও তা বলতে চাইছে না।’
এদিকে নাজিমুদ্দিন সামাদের হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সংশ্লিষ্ট সূত্রাপুর থানার ওসি তপন চন্দ্র সাহা বলেছেন, নাজিমুদ্দিন সামাদ অনলাইন এ্যাক্টিভিস্ট ছিলেন এমন কোনো তথ্য তাঁদের কাছে নেই।