সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে এবং বাংলাদেশে আইন সংশোধনের মাধ্যমে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে দাবিতে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করবে গণজাগরণ মঞ্চ। শুক্রবার বিকেলে শাহবাগে এক বক্তৃতায় এই কর্মসূচু ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
আগামি ৫ মে বৃহস্পতিবার জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করবে গণজাগরণ মঞ্চ। এছাড়া সারাদেশ থেকে সংগ্রহ করা গণস্বাক্ষরসহ দাবি সম্বলিত একটি স্মারকলিপি জাতীয় সংসদের স্পিকারের কাছে দেয়া হবে বলেও জানান তিনি।
ইমরান এইচ সরকার বলেন, কুমিল্লার রোডমার্চে গণজাগরণ মঞ্চ থেকে আমরা চারটি দাবি ঘোষণা করেছিলাম। সে চার দাবি জানিয়ে ৫ মে ‘তনুর জন্য বিচার’ শিরোনামে বাংলাদেশ জাতীয় সংসদ অভিমুখে ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচি ঘোষণা করছি।
পদযাত্রার দিন সকাল ১১টায় সারাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সবাইকে নিয়ে এই কর্মসূচি পালন করা হবে বলে তিনি জানান।