advertisement
আপনি দেখছেন

দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। এর মধ্যে নারী ভোটার ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২ জন এবং পুরুষ ভোটার ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ৩৬০ জন। মোট ভোটারের মধ্যে নতুন ভোটার ৬৯ লাখ ৭১ হাজার ৪৭০ জন।

cec evm

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় গতকাল সোমবার এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গতকাল ২ মার্চ ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয় জাতীয় ভোটার দিবস।

sheikh mujib 2020