advertisement
আপনি দেখছেন

শীতটা পালাই পালাই করছে, শুরু হয়ে গেছে মৃদু অস্বস্তিকর গরম। সঙ্গে ধুলা দূষণে রাজধানীবাসীর অবস্থা বেগতিক। এমন সময় স্বস্তি নিয়ে এলো এক পশলা বৃষ্টি। সাত সকালে হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া। মঙ্গলবার সকাল ছয়টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি নামে। সাতটার পর শুরু হয় ঝড়ো বাতাস, সেই সঙ্গে ফের বৃষ্টি।

hotat bristi

বৃষ্টির কারণে ধুলা চলে যাওয়া স্বস্তি যেমন ছিল তেমনি অফিসগামী যাত্রীদের দুর্ভোগও পোহাতে হয়েছে। তাছাড়া রাজধানীর বিভিন্ন রাস্তায় খোঁড়াখুঁড়ির কারণে পথচারীদের বেশ দুর্ভোগ পোহাতে হয়। ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এই মৌসুমে এ ধরনের আবহাওয়া খুবই স্বাভাবিক। ঋতু পরিবর্তন হচ্ছে। এ সময়ই শুর হয় কালবৈশাখী ঝড়। খুব স্বাভাবিকভাবে ঝড়ো বাতাস আর বৃষ্টির দেখা মিলবে এই ঋতুতে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীর পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।  মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী দুই দিন দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

sheikh mujib 2020