কন্যা সন্তানের মা হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। কন্যার নাম রাখা হয়েছে আজালিয়া জয় পার্সি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটে সন্তান হওয়ার খুশির সংবাদটি জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ লন্ডনের রয়্যাল ফ্রি হাসপাতালে কন্যার জন্ম দেন। সন্তান হওয়ার পরপরই মা হওয়ার অনুভূতি টুইটারে জানান তিনি। টিউলিপ লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের লেবার দলের জনপ্রিয় সাংসদ।
টুইট বার্তায় টিউলিপ বলেন, ক্রিস পার্সি এবং আমি অত্যন্ত আনন্দিত। আমাদের কন্যা আজালিয়া জয় পার্সির জন্মের কথা সবার সঙ্গে শেয়ার করছি।
শফিক সিদ্দিক ও শেখ রেহানার তিন সন্তানের মধ্যে বড় মেয়ে ও দ্বিতীয় সন্তান হলেন টিউলিপ। টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ছোটবেলা থেকেই ইংল্যান্ডে বড় হয়েছেন। তার জন্ম ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর লন্ডনের মিচ্যাম শহরে। ২০১৩ সালে টিউলিপ সিদ্দিক ও ইংল্যান্ডের অধিবাসী উইলিয়াম সেন্ট জন পার্সি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।