advertisement
আপনি দেখছেন

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গত দুদিন ধরে ঝড়সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হচ্ছে। আগামী শুক্রবার পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

cloudy skies

আজ সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শুক্রবার পর্যন্ত বিদ্যমান অবস্থা অব্যাহত থাকতে পারে। সোমবার নাগাদ দিন ও রাতের তাপমাত্রা বাড়বে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক এ লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তায় বলা হয়েছে, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন স্থানে এবং ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

sheikh mujib 2020