advertisement
আপনি দেখছেন

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক বিরাজ করছে। কারণ প্রতিনিয়ত ভয়াবহ এ ভাইরাসটি এক দেশ থেকে আরেক দেশে ছড়াচ্ছে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত কেউ শনাক্ত হয়নি। তবে প্রতিবেশী দেশগুলোতে করোনা রোগী শনাক্ত হওয়ায় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।

doa ifa corona

অবশ্য চীনের হুবেই প্রদেশে ডিসেম্বরের শেষ দিকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে সরকারের পক্ষ থেকে নানা সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তের খোঁজখবর রাখছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ।

এমনই প্রেক্ষপটে সরকারের আরেক প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন (ইফা) করোনাভাইরাস থেকে মুক্তির জন্য আগামীকাল শুক্রবার মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে।

আজ বৃহস্পতিবার ইফার সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজামউদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, চীনে শনাক্ত হওয়া কোভিড-১৯ ইতোমধ্যে বিশ্বের ৮০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত মারা গেছে ৩২৮৫ জন। এ ছাড়া আক্রান্ত হয়েছে ৯৫ হাজারের বেশি। তবে চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে আসলেও অন্যান্য দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

sheikh mujib 2020