রাজধানীতে জ্যাম কমাতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। নতুন এই উদ্যোগে গাড়ির ব্যবহার সীমিত করার প্রস্তাব রেখে একটি আইন করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সড়ক পরিবহন আইন-২০১৬ এর খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে পরিবহনখাত সংশ্লিষ্ট সকল স্টেক-হোল্ডারদের অংশগ্রহনে দিনব্যাপী জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।
কর্মশালায় বক্তব্যে মন্ত্রী বলেন, ‘সড়ক দুর্ঘটনা ও যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সচেষ্ট সরকার। দ্রুত পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই আমরা। আমি এটিও জানি যে, এ বিষয়ে আইন করে কিছুই হবে না, যদি আমরা যথাযথ আইন মান্য না করি। তবে আপাতত রাজধানীর জ্যাম কমাতে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের পরিকল্পণা হাতে নিতে যাচ্ছি।'
এছাড়া প্রতিটি পরিবারের গাড়ির সংখ্যা নির্ধারণের বিষয়টি প্রস্তাবিত সড়ক পরিবহন আইনের খসড়ায় সংযোজন করা হবে এবং এর ফলে যানজট নিরসনে রাজধানীর রাস্তায় ব্যক্তিগত গাড়িও নিয়ন্ত্রণে আসবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের ।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যান নজরুল ইসলাম।