advertisement
আপনি দেখছেন

দেশেও করোনাভাইরাসের রোগী সনাক্ত হয়েছে। এদিকে সপ্তাহখানেক বাদে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের প্রায় লক্ষাধিক অতিথি। সবমিলিয়ে এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে গণভবনে গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

abdul momen bd foreign minister

আজ রোববার সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় বাসভবন ‘গণভবনে’ যান। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

বৈঠকে আসন্ন মুজিববর্ষে অতিথিদের নিরাপত্তার ব্যাপারে আলোচনা করা হবে। পাশাপাশি দেশে করোনা ছড়িয়ে পড়ায় মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়েও আলোচনা হবে।

এর আগে আজ বিকেলে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন গণমাধ্যমকে জানান, মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষাধিক মানুষ অংশ নেবেন। তাই সরকার অতিথিদের বিষয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না।

প্রসঙ্গত, আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটানের রাজা জিগমে খেসার ওয়ানচুকসহ আরো অনেকেই উপস্থিত থাকবেন।

sheikh mujib 2020