advertisement
আপনি দেখছেন

করোনাভাইরাসের সংক্রমণ যদি সবচেয়ে খারাপ অবস্থায় যায় তাহলে দেশে কর্মসংস্থান কমে যেতে পারে প্রায় ৯ লাখ। এমন কথা জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ৬ মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে এডিবি উল্লেখ করেছে, করোনার খারাপ পরিস্থিতি হলে মোটাদাগে পাঁচটি খাতে এর প্রভাব পড়বে।

adb corona

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা-বাণিজ্য ও সেবা খাত, এটা প্রায় ১১৪ কোটি ডলারের সমপরিমাণ। এরপর প্রভাব পড়বে কৃষি খাতে, যা ৬৩ কোটি ডলারের সমান। এরপর আছে হোটেল রেস্তোরাঁ, যেখানে ক্ষতি হতে পারে ৫১ কোটি ডলার। উৎপাদন ও নির্মাণ খাতে ৪০ কোটি এবং পরিবহন খাতে সাড়ে ৩৩ কোটি ডলার ক্ষতি হবে। সব মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ হতে পারে সর্বোচ্চ ৩২০ কোটি ডলার।

এডিবি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ২০১৮ সালে বাংলাদেশের জিডিপির আকার ছিল ২৭ হাজার ৪০০ কোটি ডলারের বেশি। করোনাভাইরাস পরিস্থিতি যদি সবচেয়ে খারাপ অবস্থায় যায় তাহলে এক বছরে জিডিপির ক্ষতি হবে ১ শতাংশের বেশি।  সঙ্গত কারণেই এই ক্ষতির প্রভাব পড়বে কর্মসংস্থানে। 

এশীয় উন্নয়ন ব্যাংক এশিয়ার ২৩টি দেশের ওপর গবেষণা চালিয়ে ওই প্রতিবেদন তৈরি করেছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।   

প্রতিবেদনটিতে চার ধরনের সম্ভাবনা তুলে ধরা হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি সবচেয়ে ভালো থাকলে, সীমিত আকারে ছড়ালে, খারাপভাবে ছড়ালে এবং পরিস্থিতি সবচেয়ে খারাপ হলে। চার নম্বর সম্ভাবনায় বাংলাদেশের ক্ষতি হবে জিডিপির ১ শতাংশ এবং দুই নম্বর সম্ভাবনায় অর্থাৎ সীমিত আকারে ছড়ালে ক্ষতি হবে জিডিপির দশমিক ১ শতাংশ।