advertisement
আপনি দেখছেন

কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ দুই রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। শামলাপুল মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকত এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে বুধবার রাত সাড়ে ১২টার দিকে। দুই রোহিঙ্গা ডাকাত নিহতের পাশাপাশি এতে তিন র‌্যাব সদস্যও আহত হয়েছেন।  

rohingya rab

নিহত দুই রোহিঙ্গার পরিচয় পাওয়া গেছে। একজন হলেন লেদা রোহিঙ্গা ক্যাম্পের নুর আহমদের ছেলে নুর কামাল (৩২), অপরজন মৌচনি ক্যাম্পের মৃত আবদুস শুক্কুরের ছেলে সাইফুল ইসলাম (৩৪)। দুজনেই সাত বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছিলেন।      

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রণয় রুদ্র জানান, রাতে তিনজন র‌্যাব ও দুইজন সাদা পোশাকের লোককে হাসপাতালে আনা হয়। সাদা পোশাকের দুইজন ছিলেন গুলিবিদ্ধ, তারা হাসপাতালে আনার আগেই মারা যান। অন্যদিকে র‌্যাব সদস্যরাও কিছুটা আহত ছিলেন, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।  

র‌্যাব-১৫ এর বরাতে জানা গেছে, নিহত দুজনই ক্যাম্পের কুখ্যাত ডাকাত জাকিরের সহযোগী। তাদের কাছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রও পাওয়া গেছে।

sheikh mujib 2020