advertisement
আপনি দেখছেন

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা না বাড়লেও সতর্ক অবস্থানে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রবাসীদের দেশে না আসার অনুরোধ করেন। তিনি বলেন, ‘যারা বিদেশে আছেন, এই মুহূর্তে দেশে না আসলে ভালো হয়, অবশ্য একান্ত প্রয়োজন থাকলে ভিন্নকথা।’

corona minister

করোনা আক্রান্তদের সর্বশেষ পরিস্থিতি জানাতে গিয়ে মন্ত্রী বলেন, নতুন করে আক্রান্তের কোনো খবর নেই। ওদিকে আক্রান্ত তিনজনের অবস্থাও ভালো। যাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তারাও সবাই অসুস্থ নয়। শরীরের তাপমাত্রা শনাক্তকরণ যন্ত্র থার্মাল স্ক্যানার প্রসঙ্গে বলেন, সব মিলিয়ে আমাদের কাছে এখন ১০টি যন্ত্র আছে। আমাদের ছিল পাঁচটি, সামিট গ্রুপ থেকে পাওয়া গেছে আরও পাঁচটি।

আমাদের প্রস্তুতি ভালো ছিল বলেই সংক্রমণ বাড়েনি, উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, বিশ্বের অনেক দেশের তুলনায় আমাদের প্রস্তুতি ছিল ভালো, তাই অত বড় সমস্যায় পড়তে হয়নি। আমরা প্রস্তুতি নিয়েছি দুই মাস আগে থেকে। সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগ থেকে দেশকে বাঁচাতে পারবো, ইনশাআল্লাহ।

sheikh mujib 2020