পহেলা বৈশাখে নারীদেরকে নিরাপত্তা দেয়ার জন্য কাজ করবে ‘নারীর জন্য নিরাপদ বাংলাদেশ আন্দোলন’ নামে একটি সংগঠন। সংগঠনটি নারীরা নিপীড়নের শিকার হলে অথবা কোনোরকম সমস্যার সম্মুখীন হলে ০১৭৬৮০৮০৫১৩ ও ০১৫১৬৯৬৯৩০৩ এই দুটি নম্বরে ফোন দিতে অনুরোধ করেছে।
পহেলা বৈশাখে রাজধানীর ২২টি পয়েন্ট থেকে নারীদের নিরাপত্তার জন্য কাজ করে যাবে ‘নারীর জন্য নিরাপদ বাংলাদেশ আন্দোলন’ নামের সংগঠনটি।
নীল রঙের পোশাক, মাথায় ব্যান্ডানা ও হাতে ঝাণ্ডা নিয়ে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা মৎস্য ভবন থেকে রমনা উদ্যান হয়ে শাহবাগ, টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত টহল দেবেন বলে জানান সংগঠনের আহ্বায়ক শারমিন মুরশীদ।
উল্লেখ্য, গত বছর পহেলা বৈশাখের দিন ঢাকা বিশবিদ্যালয়ের টিএসসিতে নারী নিপীড়নের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে এবার এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে।