অসহ্য তাপদাহের পর একটু স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামি শুক্রবার রাজধানী ঢাকায় বৃষ্টি হতে পারে। এদিকে গতকাল মঙ্গলবার সিলেটে বৃষ্টি হয়েছে বেশ ভালো পরিমাণেই। তবে ঢাকায় হবে পহেলা বৈশাখের পরদিন।
একই সাথে আরেকটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামি শুক্রবার রাজধানীতে বৃষ্টি হওয়ার পাশাপাশি নতুন করে তাপদাহ আর বাড়বে না বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি হলে এই গরম আরও কমে আসবে।
এছাড়া গতকাল দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বেড়েছে–কমেছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও বরিশালে গরম বাড়লেও রাজশাহী ও রংপুরে তাপমাত্রা কমেছে।
গত কয়েকদিন ধরে বৃষ্টিবিহীন বাংলাদেশে স্বস্তির খবর ছিলো সিলেটে বৃষ্টি। গতকাল সিলেটে মোট ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।