রাজধানীর মিরপুর ১০ নম্বরে একটি ঝুটপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এর আগে গত বুধবার সকালে মিরপুরের রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের প্রায় ৩ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কয়েক শ ঘর পুড়ে ছাই হয়ে যায়।