জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ফরমেশন ফ্লাইংয়ের মাধ্যমে বিমান দিয়ে ইংরেজিতে ১০০ এঁকে উড্ডয়ন শৈলী প্রদর্শন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলের ওপরে এভাবেই উড্ডয়ন শৈলী প্রদর্শন করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ফরমেশন ফ্লাইংয়ের মাধ্যমে বিমান দিয়ে ইংরেজিতে ১০০ এঁকে উড্ডয়ন শৈলী প্রদর্শন করছে বাংলাদেশ বিমান বাহিনী...
প্রায় ১৫ মিনিট ধরে চলা এ প্রদর্শনীতে অংশ নেয় বিমান বাহিনীর পিটি-৬ ও কে-৮ডব্লিউ মডেলের ২২টি বিমান। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিক নির্দেশনায় মনোমুগ্ধকর এ প্রদর্শনী চলে সকাল ১০টা ৩৫ মিনিট পর্যন্ত।
এ সময় প্রদর্শনী দেখতে সেখানে জড়ো হন অসংখ্য দর্শনার্থী। অনেকে নিজেদের মোবাইল, ক্যামেরায় ছবি এবং ভিডিও ধারণ করেন।