advertisement
আপনি দেখছেন

চলমান পরিস্থিতিতে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত চেয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদ।

bnp parliamentarian harun or rashid special sessionসংসদে বক্তব্য দিচ্ছেন বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদ, ফাইল ছবি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, মুজিববর্ষ উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসার কথা রয়েছে। কিন্তু বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে।

ফলে পরিবর্তিত পরিস্থিতিতে ওই বিশেষ অধিবেশন স্থগিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য হারুন অর রশীদ।

উল্লেখ্য, সর্বশেষ তথ্যমতে, প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ১৭৩টি ছড়িয়ে পড়েছে। ওয়াল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী বিশ্বে এ পর্যন্ত করোনায় ১০ হাজার ৪৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১০৭ জন।

অন্যদিকে, বাংলাদেশে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন।