এ মাসের শুরুর দিকে বৃষ্টি এসেছিলো একবার। তারপর গুনে গুনে প্রায় দুই সপ্তাহ কেটে গেছে। কিন্তু বৃষ্টির দেখা নেই। প্রচণ্ড গরমে শহরবাসীর করুণ অবস্থা। এই পরিস্থিতি এলো সুখবর। আজ অথবা কালই ভাঙতে পারে বৃষ্টির অভিমান। বৃষ্টির আগমনে দূর হতে পারে গরমের তীব্র কষ্ট।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থেকে মিলছে এমনই আশার কথা। আজ টাঙ্গাইল, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট ও নোয়াখালিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। এই তালিকায় আছে ঢাকার নামও। বৃষ্টির সঙ্গে থাকতে পারে বজ্রপাতও।
আজ যদি কোনো কারণে নাও হয়, তবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। আবহাওয়া অধিদপ্তর বলে দিয়েছে এমন আভাসও।
এ দিকে গত কয়েকদিনে রাজধানীর তাপমাত্রা ছিলো ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত পরশু তো ছুঁয়ে ফেলেছিলো ৩৭ ডিগ্রিও। ফলে বৃষ্টির জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা চলছে নগরবাসীর। এবার যে বৃষ্টি আসবে, স্বাভাবিকভাবেই তা হবে বাংলা নতুন বছরের প্রথম বৃষ্টি।