advertisement
আপনি দেখছেন

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে আজ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময়ে বন্ধ থাকবে যাবতীয় সরকারি-বেসরকারি অফিস-আদালত। সেইসঙ্গে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও গণপরিবহন। এমতাবস্থায় বাংলাদেশ ছেড়ে নিজ নিজ দেশে গেলেন মালয়েশিয়া ও ভুটানের ৩৬৪ নাগরিক। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে। 

hazrat shahjalal international airportহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ফাইল ছবি

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল বুধবার দিবাগত রাতে মালয়েশিয়ার ২২৫ নাগরিক দেশটির একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। ফ্লাইটটিতে মালয়েশীয় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ দেশটির নাগরিকরা ছিলেন। 

অপরদিকে, আজ বৃহস্পতিবার সকালে ভুটানের ১৩৯ নাগরিক দ্রুক এয়ারের দুটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন। এর মধ্যে ঢাকাস্থ ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা এবং বাংলাদেশে অধ্যয়নরত দেশটির শিক্ষার্থীরা ছিলেন।

প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশে ৫ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া গতকাল বুধবার পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ৩৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন সাতজন।