‘এমভি টিটু-১২’ নামে সিমেন্টের ক্লিংকার ভর্তি একটি লাইটার জাহাজ আজ সকালে হাতিয়া উপকূলের কাছাকাছি ডুবে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয় নি। জাহাজের ১৩ নাবিককে নিরাপদে তীরে আনা হয়েছে।
চট্টগ্রাম থেকে মুন্সীগঞ্জ যাওয়ার পথে ‘এমভি টিটু-১২’ নামের এই লাইটারটি ‘এমভি সুহী-৩’ নামে আরেকটি লাইটার জাহাজের ধাক্কায় হাতিয়া উপকূলের কাছাকাছি একটি স্থানে ডুবে যায়।
লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম জানান, লাইটার জাহাজটি গত শনিবার সিমেন্ট ক্লিংকার বোঝাই করে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এটিতে আবুল খায়ের গ্রুপের শাহ সিমেন্ট কারখানার ক্লিংকার বোঝাই করা ছিলো।
জাহাজটি ডুবে যাওয়ার সময় ‘এমভি সুহী-৩’ লাইটার জাহাজের মালিকের অপর চারটি জাহাজের নাবিকরা এসে ডুবতে থাকা নাবিকদের উদ্ধার করেন।
এদিকে জাহাজ ডুবির কারণে যাতে জাহাজ চলাচলে বিঘ্ন না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।