advertisement
আপনি দেখছেন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো দুইজন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫১ জনে। এ ছাড়া সুস্থ হয়েছেন আরো ৬ জন।

iedcr director flora 17 03 2020

আজ মঙ্গলবার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে অনলাইন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ড. মীরাজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, নতুন আক্রান্ত দুজনই পুরুষ। একজনের বয়স ৫৭ বছর। তিনি সৌদি ফেরত। তার হালকা ডায়াবেটিস থাকলেও শারীরিকভাবে সুস্থ আছেন। অন্যজন বিদেশ ফেরতের সংস্পর্শে সংক্রমিত হয়েছেন। তার বয়স ৫৫ বছর।

মীরাজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরে ৩ হাজার ৬৩টি কল এসেছে। এর মধ্যে ২ হাজার ৯৯৭টি কোভিড-১৯ সংক্রান্ত। সারা দেশে মোট ১৪০ জনের করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ জনকে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ পর্যন্ত মোট ১ হাজার ৬০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় আরো ৬ জন সুস্থ হয়েছেন। একজনের বয়স ৭০ বছর। বাকি ৫ জনের বয়স ৩০-৪০ বছর। এরমধ্যে একজন নার্স আছেন। সবমিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২১ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়, এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।