advertisement
আপনি দেখছেন

করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ১১ এপ্রিল পর্যন্ত নিজেদের সব কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ)। গতকাল রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সভাপতি সেলিম ওসমান।

bkmea closed

অন্যদিকে তৈরি পোশাক কারখানাগুলোর সংগঠন বিজিএমইএ নিজেদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো এখনও বন্ধ করেনি। অবশ্য সংগঠনের সভাপতি রুবানা হক এক অডিও বার্তায় মালিকদেরকে কারখানা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, আমি বড়জোর অনুরোধ করতে পারি, কারখানা বন্ধ করে দেওয়ার এখতিয়ার সংগঠনের নেই।

বিজিএমইএ নিজেদের কারখানাগুলো খোলা রাখার ঘোষণার কারণে দলে দলে শ্রমিকরা ঢাকায় চলে আসতে থাকেন। গতকাল দিনভর এই দৃশ্য দেখা গেছে। গণপরিবহন না থাকায় তারা হেঁটেই  চলে এসেছেন। এ অবস্থায় বিজিএমইএ’র তীব্র সমালোচনা করছেন সবাই। কিন্তু সংগঠনটি সিদ্ধান্ত থেকে সরে আসেনি। তবে পরবর্তীতে আরেক অডিও বার্তায় রুবানা হক জানিয়েছেন, একটু দেরিতে হলেও মার্চের বেতন ঠিকঠাক মতোই পাবেন শ্রমিকরা।