গত পরশু দিন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ নবজাতকের জন্মদেন গাইবান্ধার আরজিনা বেগম। ৫ নবজাতকের মধ্যে বুধবার দিবাগত রাতে ১ জন এবং বৃহস্পতিবার বিকালে আরো ২ জন মারা যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মা এবং অপর দুই সন্তান বর্তমানে সুস্থ আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির গাইনি ডাক্তার সিরাজুম মুনিরা ডেইজি।
জানা যায়, গাইবান্ধার জেলার সাদুল্লাপুর উপজেলার কিশামত শেরপুর গ্রামের গৃহবধূ আরজিনা বেগম। তার স্বামীর নাম শেরেগুল ইসলাম। বিয়ের একযুগেও এতোদিন মা হতে পারেননি আরজিনা। গত মঙ্গলবার এক সঙ্গে ৫ সন্তানের জন্ম দেন আরজিনা। এরমধ্যে ৩ জন ছেলে এবং ২ জন মেয়ে ছিল।
গাইনি বিভাগের চিকিৎসক সিরাজুম মুনিরা জানান, বুধবার রাতে এক মেয়ে ও বৃহস্পতিবার বিকেলে দুই ছেলে মারা যায়। বর্তমানে আরজিনার ১ ছেলে ও ১ মেয়ে জীবিত রয়েছে তারা মোটামুটি আশঙ্কামুক্ত।