রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। বিশ্বব্যাপী জঙ্গী কার্যক্রম পর্যবেক্ষণকারী বিতর্কিত ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ এই খবর জানিয়েছে।
সাইট ইন্টিলিজেন্স গ্রুপ জানায়, আইএসের একটি গ্রুপ অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
উল্লেখ্য, ২৩ এপ্রিল সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
সকাল বেলা নিজ বাসা থেকে নাস্তা করে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়ে শালবাগান মোড়ে আসলে দুর্বৃত্তরা তাকে পেছন থেকে কুপিয়ে হত্যা করে। তার ঘাড়ে তিন থেকে চারটি কোপের দাগ পাওয়া গেছে।