সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একজন মসজিদের ইমাম এবং একজন মাদরাসা শিক্ষককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আজ সকালে দরগামারিয়া জামে মসজিদের ইমাম রায়হান আলিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। আর মাদরাসা শিক্ষক মনসুর রহমানকে গতকাল হেফাজতে নেয়া। মনসুর রহমান ঠিক কোন মাদরাসার শিক্ষক তা পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।
এ দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কথা স্বীকার করেছেন রাজশাহীর পুলিশ কর্মকর্তা নাহিদুল ইসলাম। তবে এ দুজনকে ঠিক কী কারণে সন্দেহ হচ্ছে, সে কথা কিছু জানাননি তিনি।
এদিকে ‘নাস্তিকতার প্রচারণাকারী’ হিসেবে আখ্যায়িত করে অধ্যাপক সিদ্দিকীকে খুন করার দায় স্বীকার করেছে কথিত আইএস। যদিও অধ্যাপক সিদ্দিকী নাস্তিক ছিলেন না, বরং তিনি ইসলাম ধর্ম চর্চা করতেন বলে দাবি করেছে তার পরিবার।