হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি চার্জার লাইটের ভেতর থেকে স্বর্ণ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
চার্জার লাইটের ভেতর থেকে প্রায় দেড় কেজি সোনা উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা। এই ঘটনায় শাহাদত মিয়া নামের এক যাত্রীকে আটক করে পুলিশ।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক তারেক মাহমুদ জানান, মঙ্গলবার সকাল ১০টায় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে শাহাদত মিয়া নামের ওই যাত্রী ঢাকায় আসেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হলে শুল্ক গোয়েন্দারা শাহাদত মিয়াকে তল্লাশি করেন।
এ সময় তাঁর সঙ্গে থাকা দুটি চার্জার লাইটের ব্যাটারির ভেতর থেকে ১২টি সোনার বার পাওয়া যায়। ১১৬ গ্রাম করে ১২টি সোনার বারের মূল্য প্রায় ৭৫ লাখ টাকা বলে জানান শুল্ক গোয়েন্দারা।