advertisement
আপনি দেখছেন

দেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হচ্ছে দিনকে দিন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১ হাজার ৭৭৩ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৫১১ জন। এছাড়া গত একদিনে নতুন করে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০৮ জনে।

nasima sultana newস্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৭৩ জনকে কোভিড-১৯ পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৫১১ জন।

bd update 8may

নাসিমা সুলতানা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে সংক্রমিত হয়ে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০৮ জন। এছাড়া একই সময়ের মধ্যে ৩৯৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৫ হাজার ৬০২ জন রোগী সুস্থ হলেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটে ১৮ মার্চ।