প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী এবং শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি টি এম গিয়াস উদ্দিন (৮৩) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
টি এম গিয়াস উদ্দিন
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয় সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জ্বর ও ডায়াবেটিসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গিয়াস উদ্দিন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার বাদ জোহর রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোড জামে মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এর পর তাকে তাজমহল রোড করবস্থানেদাফন করা হবে।
গিয়াস উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণও শোক জানিয়েছেন।