advertisement
আপনি দেখছেন

দেশে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আজ শনিবার পর্যন্ত দেশে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে। যার অর্ধেকের বেশি ঢাকা বিভাগের। মৃতদের ৫২ শতাংশের বেশি এই বিভাগের।

corona

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনে তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ১ হাজার ৯৯৭ জনের মৃত্যু হলো। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রামে ৪ জন, খুলনা ৩, রাজশাহী ৭, সিলেট ৩, বরিশাল ২ এবং ময়মনসিংহ বিভাগের ১ জন।

nasima sultana buletin health ministry 1স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা আরো জানান, এ পর্যন্ত মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১ হাজার ৪১ জন। শতকরা হিসেবে যা প্রায় ৫২ দশমিক ১২ শতাংশ। এ ছাড়া চট্টগ্রামে ৫২১ জন বা প্রায় ২৬ শতাংশ, খুলনা ৮২ জন বা প্রায় ৪ শতাংশ, রাজশাহী ১০১ জন বা প্রায় ৫ শতাংশ, সিলেট ৮৪ বা প্রায় ৪ শতাংশ, বরিশাল ৬৭ জন বা প্রায় ৩ দশমিক ৪ শতাংশ, রংপুর ৫৩ জন বা প্রায় ২ দশমিক ৭ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৪৮ জন বা প্রায় ২ দশমিক ৪ শতাংশ করোনারোগীর মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩ হাজার ২৮৮ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর করোনা আক্রান্ত ব্যক্তির প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ।

sheikh mujib 2020