advertisement
আপনি দেখছেন

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এর পর থেকে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে আক্রান্তদের একটা বড় অংশ সুস্থ হয়েও উঠছেন। সর্বশেষ তথ্যানুসারে দেশে লক্ষাধিক করোনারোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

welcomed after recovered policeকরোনায় সুস্থ হওয়া এক পুলিশ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে

বুলেটিনে তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪ হাজার ৯১০ জন করোনারোগী সুস্থ (হাসপাতাল ও বাসা মিলে) হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩ হাজার ২২৭ জন।

তিনি জানান, গত একদিনে আরো ৩ হাজার ১৬৩ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৯০ হাজার ৫৭ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ২ হাজার ৪২৪ জনের মৃত্যু হলো। দেশে করোনা আক্রান্ত ব্যক্তির প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ।

coronaকরোনাভাইরাসের প্রতীকী ছবি

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০০টি নমুনা।  

এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ১৯১৩ জন বা ৭৮.৯২ শতাংশ এবং নারী ৫১১ জন বা ২১.০৮ শতাংশ।

sheikh mujib 2020