advertisement
আপনি দেখছেন

গত ২৪ ঘণ্টায় দেশে মরণঘাতী করোনাভাইরাসে আরো ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ৩ হাজার ৫৫৭ জনের মৃত্যু হলো। এ সময়ে আরো ২ হাজার ৬১৭ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ৬৯ হাজার ১১৫ জন।

corona virusদেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৮৬টি ল্যাবে ১২ হাজার ৮৯২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পূর্বের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৬২টি। এ নিয়ে ১৫৯তম দিনে এসে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ১৫ হাজার ৯০১টি।

উক্ত সময়ের মধ্যে আরো ২ হাজার ৬১৭ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ৬৯ হাজার ১১৫ জন।

bangladesh risky health department

গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ৩ হাজার ৫৫৭ জনের মৃত্যু হলো। মৃতদের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ১৩ জন।

এ সময়ে আরো ১ হাজার ৭৮২ জন সুস্থ (হাসপাতাল ও বাসা মিলে) হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৭১ জন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর করোনা আক্রান্ত ব্যক্তির প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ।

sheikh mujib 2020