advertisement
আপনি দেখছেন

বেশ কয়েকদিন ধরে দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমবেশি ৩০-এর ঘরেই থাকছে। কিন্তু হঠাৎ করেই গত ২৪ ঘণ্টায় মরণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ৩ হাজার ৯০৭ জনের মৃত্যু হলো। এ সময়ে আরো ২ হাজার ২৬৫ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন।

bd update 8may

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৯১টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৫৯৫টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩৫৬টি। এ নিয়ে ১৬৮তম দিনে এসে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ২৩১ হাজার ৮৫৫টি। এ সময়ে ২ হাজার ৯৫২ জন সুস্থ (হাসপাতাল ও বাসা মিলে) হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন।

sheikh mujib 2020