advertisement
আপনি দেখছেন

দেশে মরণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৬১৫ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৪ হাজার ৮২৩ জনের মৃত্যু হলো।

cv 19 bd1 1শনাক্ত ও মৃত্যু উভয় হারই নিম্নমুখী

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৯৪টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ২৫৮টি। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩৬০টি। এ নিয়ে ১৯৩তম দিনে এসে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৭০ হাজার ১০৬টি।

corona virus new

উক্ত সময়ের মধ্যে আরো ১ হাজার ৬১৫ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ৪ হাজার ৮২৩ জনের মৃত্যু হলো।

একই সময়ে দেশে ২ হাজার ৩৭৫ জন সুস্থ (হাসপাতাল ও বাসা মিলে) হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন।

sheikh mujib 2020