advertisement
আপনি দেখছেন

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মুক্ত হলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তবে তিনি এখনো রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

attorney generalঅ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম- ফাইল ছবি

আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী বিনতা মাহবুব।

তিনি বলেন, মাহবুবে আলমের দ্বিতীয়বার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি এখন করোনামু্ক্ত। তাকে এখনো আইসিইউতে রাখা হলেও তার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো। আজ সকালে তিনি নিজে নাস্তা করেছেন। তাকে দেখতে ছেলে-মেয়েরা হাসপাতালে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখায় বিনতে মাহবুব প্রধানমন্ত্রীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

coronaকরোনাভাইরাস- প্রতীকী ছবি

গত ৩ সেপ্টেম্বর রাতে শরীরে জ্বর অনুভব করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে ৪ সেপ্টেম্বর সিএমইচ-এ ভর্তি হলে তার কোভিড-১৯ পজিটিভ আসে। গত শুক্রবার ভোরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

sheikh mujib 2020