advertisement
আপনি দেখছেন

দেশে মরণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৫৪৪ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৪৮ হাজার ৯১৬ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৪ হাজার ৯৩৯ জনের মৃত্যু হলো।

cv 19 bd2আরো ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১,৫৪৪

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৯৭টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৭৮৭টি। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৫৯১টি। এ নিয়ে ১৯৭তম দিনে এসে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৮ লাখ ২১ হাজার ২৭০টি।

bangladesh risky health department

উক্ত সময়ের মধ্যে আরো ১ হাজার ৫৪৪ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৪৮ হাজার ৯১৬ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ৪ হাজার ৯৩৯ জনের মৃত্যু হলো।

একই সময়ে দেশে ২ হাজার ১৭৯ জন সুস্থ (হাসপাতাল ও বাসা মিলে) হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৫৬৫ জন।

sheikh mujib 2020