জেএমবি’র শূরা কমিটির প্রধান বাংলা ভাইয়ের তিনজন সহযোগীকে গ্রেফতার করেছে চট্রগ্রাম পুলিশ। বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ডের কুমিরা এবং রাউজান থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জুলফিকার, আলাউদ্দিন ও মহিবুল আলম। এদের প্রথম দু’জনের বাড়ি মসজিদ্দা দেলিপাড়ায়। তবে তৃতীয়জনের পরিচয় এখনও পাওয়া যায় নি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজাউল মাসুদ জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জুলফিকার ও আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মুহিবুল আলম নামে একজনকে গ্রেফতারের কথাও নিশ্চিত করেন তিনি।
মাসুদ জানান, গ্রেফতারকৃত তিনজনই বাংলা ভাইয়ের একান্ত সহযোগী ছিলেন। এর মধ্যে তাদের দুইজন অতীতে জেলও খেটেছেন।
গতকাল বৃহস্পতিবার চট্রগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।