গতকাল (২৩ নভেম্বর) রাতেই সরকারের নতুন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে মো. ফরিদুল হক খান দুলালের নাম নিশ্চিত করা হয়েছে। আজ (২৪ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে শপথ গ্রহণ করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদুল হক খান নিজেই। তিনি বলেন, সন্ধ্যা ৬টায় আমাকে গণভবনে থাকতে বলা হয়েছে। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন।
মো. ফরিদুল হক খান দুলাল
ফরিদুল হক খান দুলাল জামালপুর-২ আসনের (ইসলামপুর) সংসদ সদস্য। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে টানা তিনবার- নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিজয়ী হয়েছেন। এছাড়া ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।
প্রসঙ্গত, গত ১৩ জুন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. আব্দুল্লাহ। তারপর থেকে মন্ত্রীশূন্য ছিলো এই মন্ত্রণালয়। তবে বিধান অনুযায়ী, কোনো মন্ত্রণালয়ে মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী না থাকলে সেটার দায়িত্ব সয়ংক্রিয়ভাবে চলে যায় প্রধানমন্ত্রীর কাছে। সে হিসেবে প্রধানমন্ত্রীই এতদিন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।