advertisement
আপনি দেখছেন

রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে ৫ জন চলে গেলেও বাকি ৫ জন রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামানের নেতৃত্বে এই হামলা চালানো হয়।

mokhdum medical

হামলার কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশের ভাষ্য, অনেক দিন কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা জামা-কাপড় আনতে হোস্টেলে গিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাদেরকে হোস্টেলে ঢুকতে দিতে দিচ্ছিলো না। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় অংশ নেয় মেডিকেল কলেজটির কর্মকর্তা-কর্মচারীসহ বহিরাগত কয়েকজন।

শিক্ষার্থীরা বলছেন, তাদের ওপর আগে থেকেই ক্ষুব্ধ ছিলো কলেজ কর্তৃপক্ষ, যার বহিঃপ্রকাশ এই হামলা।

জানা যায়, ২০১৩ সালে অনুমোদন পাওয়া মেডিকেল কলেজটি অবৈধভাবে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করাচ্ছিল। এর ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ২০১৬ সালেই তাদের শিক্ষাকার্যক্রম চালানোর অনুমতি বাতিল করে। ওদিকে শিক্ষাজীবন ব্যাহত হওয়ায় এ নিয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরাও, যা নিয়ে ক্ষুব্ধ ছিলো কলেজ কর্তৃপক্ষ।

sheikh mujib 2020